নতুন চমকে ফিরছে ব্লাকবেরি

২০ আগষ্ট, ২০২০ ১২:০১  
সুরক্ষিত যোগাযোগ, প্রাইভেসি ও তথ্যের নিরাপত্তার পাশাপাশি ৫জি নেটওয়ার্ক নিয়ে এবার নতুন চমক নিয়ে ফিরছে ব্ল্যাকবেরি। টিসিএল নয়,ফেনটি বাজারে আনবে সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান অনওয়ার্ডমোবিলিটি। ফক্সকনের সহযোগী প্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল লিমিটেডের সঙ্গে মিলে এই ফোনটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের প্রথমার্ধে ফোনটি উত্তর আমেরকি ও ইউরোপের বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অনওয়ার্ডমোবিলিটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ফ্র্যাঙ্কলিন। তার ভাষ্য মতে, এন্টারপ্রাইজ সেবা বা কোম্পানিগুলোকে বিশেষায়িত সেবা দেওয়া হবে ব্লাকবেরির ফাইভজি ফোনে। তবে এশিয়াসহ অন্য অঞ্চলে কবে নাগাদ ব্ল্যাকবেরি ফোন ফিরবে, তা এখনো স্পষ্ট জানানো হয়নি।